বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

শিক্ষক হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

শিক্ষক হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. রাহাত উদ্দিনকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 

রোববার (১১ আগস্ট) রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্যে রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, প্রাক্তন ছাত্র শাকিব হাসান, অন্তর জালালী, সানী আহমেদ, মো. আলাউদ্দিন, মো. জুম্মন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগিমীতে কোন শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীর ওপরে যেকোন ধরনের আক্রমণ রূপসদীবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের সুদৃষ্টি কামানা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি করেন বক্তারা।

টিএইচ